ছন্দ যদি আমায়
বিরহ দিয়ে যায়..
তবে ছন্দ হারাক আমার ।
শুধু উষ্ণতা চাই,
দিন হোক কিংবা রাত..
দুদন্ড মৃত্যু চাই
তোমার বিরহে।


বিবশ হোক শরীর..
রক্ত ঝরুক তীক্ষ্ণ স্রোতে,
তবু যদি বিরহ দাও
শরীর পুড়ুক চিতায়..
আধপোড়া শরীর ফিরে যাক
গোমুখ গুহার শীতল শরীরে।
বিরহ দাও,
মৃত্যুর সাথে বদলে নেব সে বিরহ।