কাল তোর তরে আসা,
/আজ হয়তো..
/তোর তরে চলে যাব
/             মরীচিকা সন্ধানে।
/মরীচিকা পেলাম কি না
/               জানার
/                  প্রয়োজন নেই..
/তুই একমনে কবিতা লেখ।
/অনেক কঠিন অঙ্ক করিস
/মিলিয়ে মিলিয়ে ছন্দ বানাস
/তবু
/       ছন্দহারা করে দুরে সরাস।
/যন্ত্রণায় শরীর কুঁকড়ে ওঠে..
/            মন্দ ভালো সব যন্ত্রণা।
/মরীচিকা পেলাম কি না
/বিকেলের সূর্যকে বলে দেব
/চোখে চোখ রাখলেই বুঝবি।
/শুভেচ্ছা তোকে..
/           কবিতার জন্ম দিয়েছিস,
/                   এক মৃতের কবিতা।
/শুভেচ্ছা তোকে..
/                     এক মৃত্যুর তরে।