শোনো নাম না জানা নিরুপমা,
/হঠাৎ করে
/          তুমি মুক্তি চেয়ে বসলে,
/কিন্তু কি করি বলো,
/জীবন তোমায় মুক্তি দিতে পিছিয়ে যায়
/মাথা নামিয়ে বলে,
/                    ''আর কিছু সময়...''
/শেষ হয় না,
/          তার আগেই তুমি চলে গেলে।
/বললে ,
/        ''বিশ্বাস কর, আমি এটা চাইনি।''
/
/বিশ্বাস করি, আমি খুব বিশ্বাস করি...
/তোমরা নিরুপমারা ভালবাসা চাও না,
/               ভালবাসা তোমাদের চায়।
/             তাই তো তোমরা নিরুপমা।
/
/অনুশোচনায়
/        নতুন পৃথিবী ফ্যাকাশে করো না,
/কঠিন এ বুকে
/                  আর রক্ত ঝরবে না...
/                  শুধু তুমি ভাল থেকো।