গলির কোণে ড্রেনের পাশে
/বস্তা বাঁধা একটা শরীর।
/চুঁইয়ে চুঁইয়ে পড়ছে রক্ত,
/গলির কুকুরগুলো আশে পাশে ঘুরছে।
/মাঝে মাঝে ঘেউ ঘেউ করছে
/বোধহয় সন্দেহজনক কিছু দেখেছে।
/
/নোংরা রক্ত...  শুক্রানু মেশানো...
/হয়তো কিছুটা 
/অ্যালকোহল ও থাকতে পারে।
/কুকুরেরা মদ খায় না।
/শালা শুয়োরের বাচ্চা,
/খেয়েও শান্তি হয়নি
/গায়েও মেখেছে।
/মাঝরাতে পুলিশ এসে
/বডি নিয়ে গেছে...
/কাটাঘরে যাবে।
/কুত্তাগুলো পালিয়েছে,
/ওরা বুঝতে পারেনি কি হল।
/কুত্তার বাচ্চাগুলো হয়তো 
/বাবা কে জিজ্ঞেস করছিল কি হয়েছে,
/হয়তো বাবা কুকুর উত্তর দিয়েছে...
/"ওসব কিছু না বাবা, 
/ওসব খারাপ জিনিস।''
/আমাদের কি?
/যার গেছে তার যাবে,
/আমরা বরং ক্লাবঘরে বসে
/হুইস্কি খাই আর
/কোন এক পাবলিক বাবুর
/মেয়ের স্মৃতিচারণ করি...
/উফ্ কি দেখতে মাইরি...।
/
/এইতো আমাদের সমাজ,
/শালা মেয়ে কাউকে ভালোবেসে
/পালিয়ে গেলে...
/চব্বিশ ঘন্টায় ছেলে মেলে হাজতে,
/অথচ সেই সমাজ,
/নিজের মেয়ের ধর্ষন আটকাতে পারে না।
/সমাজের গুষ্টির চোদ্দপুরুষের
/"একশো আট।''
/আমরা তো আম জনতা,
/আমাদের 'শুনতে' হয়।
/একজন শোনায় এতে ষড়যন্ত্র,
/আর একজন শোনায়
/'দেখ্ কেমন লাগে।'
/
/হঠাৎ করে মানুষগুলো
/বড্ড অসুস্হ হতে শুরু করেছে।
/অল্প রক্তে নেশা কাটছে না,
/আরো রক্ত চাই।
/
/আমরা কি ধ্বংসের পথে চলেছি?
/আমরা কি ধ্বংস হতে চাই?
/তবু...
/
/ছন্দ লাগুক বন্ধ দুয়ারে,
/মিথ্যের হোক ছন্দ পতন।
/ভালবাসার রক্ত শায়রে,
/নৃসংশতার হোক মরণ।
/মিথ্যে আবেগ মিথ্যে মায়া
/মিথ্যে আমার জন্মভূমি,
/ক্ষনেক পরে বিদায় নেব
/তোমার মাটির গন্ধ চুমি।
/আমার দেওয়া রক্ত দিয়ে
/তোমরা নতুন বাংলা গড়ো।
/যা গেছে তা আমার গেছে,
/ঈশ্বর ওদের ক্ষমা করো।