সকালটা আজ যদি
/        তোমার সাথে কাটতো...
/         হয়তো রোদজ্বলা দুপুরটা
/                           বসন্ত হয়ে যেত।
/একলা ঘরে জানলার পাশে...
/আধশোয়া হয়ে শুন্য দৃষ্টিতে
/          দূরের গাছে বসা কোকিলের ডাকে,
/         আবেশে এ মন তোমার সাথে কোন
/     মিষ্টি স্মৃতি হাতড়ে ফেরে মনের গভীরে।
/
/কৃষ্ণচূড়ার আগুন রঙ
/           বারে বারে তোমার সিঁথি
/           রাঙিয়ে তোলে ছন্দ আকাশে...
/আর
/    আমার পৃথিবী অধিকার করো তুমি।
/
/যা হয়নি তা ভেবে আর লাভ কি...?
/সকালটা গেছে নিজের মত,
/            বিকেলটা আমার জন্য রেখো।
/
/হয়তো বসন্ত আসবে রাতের আঁধারে...।