এক ঝলক আলো,
/এক পলক আকাশ,
/বদলে যাওয়া পৃথিবী,
/আর একটা জীবন..
/         দুটি জীবন..
/                       অতঃপর
/                        নীরবতা।
/
/ছিন্ন পাতার দীর্ঘশ্বাস,
/উল্কা পতনের শব্দ,
/অশান্ত সাগরের বুক,
/আর এক মোহনা..
/         এক জলপ্রপাত..
/                   শেষ বেলায়
/                     অশ্রুধারা।
/
/খোলা জানালা..
/একটু শীতল আবেগ আর
/তোর হাতের পরশে
/আর একটা আমার জন্ম..।
/
/ একটা পর্বত
/    আর এক মোহনা,
/      এক হলুদ বাগান
/         আর
/             একটা ছোট্ট প্রাসাদ..
/                  তাতে পাতার ছাউনি,
/                       আর শ্বেতনাগ প্রহরী।
/
/গণিতের সরলতায়
/তোর সাথে কথা..
/ইন্দ্রধনুষে
/         নীল আকাশের ছন্দ বোনা।
/জানি..  
/         নীল আকাশ কালো হবে
/         নীল সময়ে তার প্রতীক্ষা,
/                      নীরবতা আসবে
/                                   আসুক।
/সহস্র এক রজনী বিরহের চেয়ে
/আজ নাহয়
/                এক পলক মরি
/                উষ্ণ পরশে..
/                রেনু মাখি
/                       নীল সৃজনে।