কালো অন্ধকারের শীতলতা,
/পার্বত্য উপত্যকার নীরবতা,
/চলো আজ হারাই.. একসাথে।
/
/শ্বেতনাগ ঘুরে বেড়ায়
/এই মন থেকে ঐ মনে..
/এই শরীর থেকে ওই শরীরে,
/পড়ে থাকে অবশেষ..
/শীতলতা
/           উষ্ণতা
/                   আর
/                         নীরবতা।
/              মরীচিকা তো আমি,
/কিংবা হয়তো মরীচিকা তুমি,
/সবটাই মরীচিকা।
/তবুও
/      কিছু সময়
/                  নীল মরীচিকা ভুলে..
/চলো শ্বেতনাগ প্রহরী হোক
/এক মরূদ্যানের।
/নাগপাশে বিলীন হোক মরূদ্যান,
/অন্ধকারে হারাই চলো..
/নাগ শব্দে ভরে যাক মরুভূমি।
/শ্বেতচন্দনের ঘ্রাণ
/      আর নীল অন্ধকারে
/             শীতল রক্ত উষ্ণ হোক।
/            
/নীরবতার অপেক্ষায়
/চলো আজ হারাই
/নীল মরীচিকায়।