এ ব্যকুল বসন্তে, প্রেমের কুঞ্জবনে
পাখিদের পথে এসো স্বপ্ন-সহচরী
আমার শিরা-উপশিরার তাগিদে
দিব সঞ্চিত মূলধন ক্ষান্তিহীন চুম্বন
কুঞ্জবনে ভেসে যাবে বুকের ক্ষত।


ওগো চঞ্চলা নবযৌবনা প্রেয়সী
একরাশ কামনা নিয়ে উঠে এসো
চা-বাগিচায় প্রেমের কুঞ্জবনে
নীলাম্বর শাড়ির আঁচল বিছিয়ে
বরণ করিও সারা শরীর।


লক্ষী রূপে নারীত্বের অমোঘ মন্ত্রে
অঙ্গের উষ্ণতায় বন্ধবেণী খুলে
শরীরের ভাঁজে ভাঁজে ডুবে
দুই তৃষ্ণার ঠিকুর্জি-কুষ্ঠি নগ্ন করি
রক্তের ধারায় প্রেমের পাশা খেলি।