অসীম মহাজাগতিক মহাবিশ্বে
সঙ্কীর্ণ গোলক চৌহদ্দির নিমিষে
আকাশের লক্ষ কোটি গ্রহ, তারকা
ঐশ্বর্যময়ী রঙিন নিহারীকা
একদা সহস্র বিস্কোরণের সংঘাতে
অজস্র জলধারায় পাথর ভেঙ্গেচুরে
সূচিত হয় একখণ্ড মাটির অপরূপে।


সেই সংঘাতের সীমান্তে যোগে সূর্য
মায়াবী ক্ষমতায় যোগ দেয় বাতাস,
অনন্তকালের মহীলতা, তৃণরাজি,
দ্বন্দ্বমূলক ব্যঞ্জনান্ত যজ্ঞের হাস্যোজ্জ্বল্যে
তৃষিত কীটানুকীট হয় বিদীর্ণ।


বজ্রকঠিন পাহাড় অবশে হয় বন্দিত
কোটি কোটি বছর পুড়ে হয় নন্দিত
মহামায়ার সৌন্দর্যে নবরত্নে পুনরুত্থিত
সে এক অলৌকিক জন্মবৃত্তান্ত
ইতিবৃত মনুষ্যে কল্পকল্পান্তর
এ কাহিনি আমার পুনর্জন্মের।