শান্তি সুখের কুজনে জনশূন্য মহারণ্য
চারদিকে প্রসারিত কুয়াশা পতন
আবৃত থাকে আকাশের ক্ষীণ চাঁদ
গ্রাম্য বধু শীতল জলের কলস রেখে
মাঝরাতে চুপিসাড়ে এঁকে দেয় চুম্বন।


রাখালিয়া হারায় ভাটিয়ালির সুর
ঘিণঘিণে সুখনিদ্রায় ওঠে শিহরণ
নিঃশব্দে শিরা-উপশিরা আহত হলে
উষ্ণপ্রস্রবণে গীর্জার সুধাময়ী ঘন্টায়
শিরশিরে বাতাসে রাতটা কেটে যায়।