আমার মূর্ছা যাওয়ার দিনে যদি
একটা ঠুনকো অজুহাত দিতে?
তবে মূর্ছনাও শতাব্দী ধরে
নিজেকে অভিশাপ দিতো!


তোমার সৃষ্টয় একটা অজুহাত হলে,
হয়তো আমাকে এভাবে হেরে যেতে হতো না
কিংবা বিদায় বেলায় মন কাঁদতো না!
নিছক মূর্ছনাও স্বয়ং অনুতপ্ত হতো।


একটা অজুহাত বদলে দিতে পারতো
শুভ্রতায় মুড়ানো বকুলতলার পাড়,
গল্পের বয়ে যাওয়া দুই নদীর মিলনক্ষেত্র;
অজুহাতে'ই জন্ম হতো কল্পাশ্চর্য্য নদী।