তুমি তোমার মাথার উপরে
যে আকাশটা দ্যাখছো?
সেটা আমি হয়ে তুমি অব্দি পৌঁছায়
আমাতে মিশে তোমাতে অনুভব করায়।


যে মেঘগুলোর ভেসে যাওয়ায়
তুমি রোজনিয়ত মুগ্ধ হও?
সে মেঘগুলো আমাতে সৃষ্টি হয়ে
তোমাতে বিলীন হয়।


যে বিলাসী বর্ষা তোমায়
বৃষ্টিতে ভিজার নিমন্ত্রণ জানায়?
সে বর্ষা আমাতে আষাঢ়ে বিকেল হয়ে
তোমাতে শ্রাবণ সন্ধ্যা হয়।


যে ক্ষয়ে যাওয়া সূর্য্য তুমি
শেষ বিকেলে পশ্চিমে দ্যাখো?
সে সূর্য্যের উদয় স্থল
আমার পূর্ব হয়ে তোমার পশ্চিম হয়।


যে রাতগুলোয় তুমি
বিলাসের একাকিত্বতা খোঁজো?
সে রাতগুলো আমাকে আগে পুড়ায়
তারপর তোমাতে গিয়ে ভস্ম হয়।