আমি তো তোমার কাছ থেকে
গোপন রাখি নি,
কোন মস্ত বড় বিশাল আকাশ;
গভীর সমুদ্র কিংবা চোরাবালি!
আমার যা কিছু ছিলো,
স্থাবর-অস্থাবর; সব'ই তো তোমার।


আমার ক্রমবর্ধমান অতীত তো
সেই কবেই জঞ্জালে ফেলে এসেছি,
যেখানে কোন আর্কিড জন্ম নেয়'না আর!
কিংবা জন্ম নেয়'না ন্যুব্জে পড়া ক্যাকটাস।


আমার লগ্ন-বিলগ্ন
এখন সবই তোমাকে ঘিরে
তোমাতে মোহিত, তোমাতে আচ্ছন্ন; আদ্রভাবে।