মুগ্ধময়ী শোন,
এই ভোরে কুড়ানো বকুল ফুলে
তোমার মাথার খোপায় মালা গেঁথে দিব,
তোমার এলোকেশী চুলের মনমাতানো ঘ্রাণে
কয়েকগুচ্ছ ফিয়াঁসে আর্কিডের কবিতা লিখে দিব।


মুগ্ধময়ী চলো,
তোমার কল্পনার কাছে কাশবনের ধারে
কল্পাশ্চর্য্য নদীর পাড়ে সরু মেঠো রাস্তায়
আমরা দুজন একসাথে হাতে হাত ধরে হাটি,
হাটতে হাটতে ক্ষণেক ভালো লাগার গল্প করি।


মুগ্ধময়ী জানো,
আমাদের শহরের বৃষ্টি বোবা হয়
তেমন কিছু'ই বলে না! চুপচাপ থাকে,
তোমার গ্রামের বৃষ্টিরা নাকি কথা বলে?
আসো দুজনে মিলে একসাথে বৃষ্টিস্বর শুনি।


মুগ্ধময়ী দেখো,
রাতের জোনাকিরা প্রদীপ জ্বালিয়েছে
সবুজ আলোয় দূর করছে নিজের আঁধার।
আজ জোনাকিদের নাকি প্রদীপস্বর আছে,
চল, তুমি আমি মিলে জোনাকির প্রদীপস্বর শুনি।


মুগ্ধময়ী আসো,
আমরা একসাথে নৈশব্দের ভীড়ে
নিঝুম রাতের রেডিয়াম আকাশ দেখি,
তারাদের এলোমেলো সাজানো নিয়ে গল্প করি
একফালি চাঁদ দেখে আকাশ'টা মুগ্ধময় করে তুলি।