কোথাও কেউ অভিমান জমা রাখে নি
যতদূর চোখ যায় ধূ ধূ বালিরাশির অনিকেত প্রান্তর!
এখানে সবুজের ছোঁয়া নেই
অভিমানের রাশ নেই; অভিযোগের অনুযোগ নেই
এখানে সব শুকিয়ে মরুভূমি!
এখানে কয়েকশত বছরেও কেউ অভিমান করে নি
এখানে কেবল'ই যেন পরিত্যক্তার মিছিল
যতটা পরিত্যক্ত ডেডক্যাসেল; ঠিক ততটাই।
এখানে এখন নতুন নতুন ক্যাকটাস জন্মায়
আগের মত অর্কিড জন্মায় না,
প্রেম হয় না, ভালোবাসা হয় না
এখানে পুরোটা জুড়ে কেবল'ই নিঃসঙ্গতা।