তুমি আমাকে প্রেমিক ভাবতে পারো,
আমি তোমার সেই প্রেমিক
যে তোমার জন্য পৃথিবী ঘুরে
একশো আটটি নীল পদ্ম নিয়ে আসতে পারে!
তোমার জন্য খালি পায়ে হেঁটে পাড় করতে পারে তিমির রাত!


তুমি আমাকে প্রেমিক ভাবতে পারো,
আমি তোমার সেই প্রেমিক
যে তোমার জন্য ধু ধু বালিরাশির অনিকেত প্রান্তরে
সবুজের সন্ধান দিতে পারে,
তোমার জন্য বুকের ভিতর-
বিছিয়ে দিতে পারে শীতল-পাটি!


আমি তোমার সেই প্রেমিক,
যে তোমার জন্য বয়সের অভিশাপ ছেড়ে
বুড়িগঙ্গায় নেমে সাতার কাটতে জানে,
তোমার জন্য ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে
আমি তোমার সেই প্রেমিক,
যে তোমার জন্য অবেলায় বকুল ফুল কুড়াতে জানে,
তোমার অপেক্ষায় প্রতীক্ষা করতে জানে!


আমি তোমার সেই প্রেমিক,
যে তোমাকে ভালোবাসার পর
আর কাউকে ভালোবাসার দুঃসাহস দেখায়নি।
অতএব, তুমি আমাকে প্রেমিক ভাবতে পারো!
ভালোবাসার জন্য নয়, প্রেমের জন্য নয়,
তুমি আমাকে তোমার জন্য প্রেমিক ভাবতে পারো!