মনে করো,
একজন তৃষ্ণার্ত ব্যক্তি
মরুভূমির মাঝে পানির পিপাসায় কাতরাচ্ছে!
আর যখন সে বালি খুঁড়ে একফোটা জল খুঁজে পায়?
তখন তৃপ্তিতে তার মনে ভরে যায়।
তোমার কণ্ঠস্বর'টাও ঠিক তেমন; তৃপ্তিময়।
সারাদিন এতো খাটাখাটুনি, দৌড়াদৌড়ি ব্যস্ততায়
যখন নিরেট আঁধারে শরীর ভারাক্রান্ত হয়ে ন্যুব্জে পড়ে?
তখন তোমার কণ্ঠস্বর যেন সাহারা মরুভূমির মাঝে
একফোটা জল। ভীষণ রকম তৃপ্তিময়।