অবগুন্ঠিত মনোরথ


জানো তো, যদি
রাস্তার কুকুরকে ঢিল ছোড়ো,
তবে গন্তব্যে পৌঁছা অসম্ভব!


তাই অভিজ্ঞতায় দেই ধুপ,
কুকুরের তান্ডব দেখেও থাকি চুপ।


তবুও পথ চলতে হয়
আমি যে মানব!
পারিনা বৃক্ষের মত স্হির
থেকে ফল দিতে।


যন্ত্রণা গুলো জ্বালায়,
মৃত্যুর কাছাকাছি বা
মৃত্যুর মত অথবা
মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর!


আশায় বুক বেঁধে
শেষে দেখি সবই যেন
এক ফাঁকির শুভঙ্কর!


কখনও সময়ে সময়ে
জীবনের মুচকী হাসা পথে
চলতে গিয়ে অবগুন্ঠিত হই।


অপমান অসম্মানের ব্যথায়
কতই না মনে মনে কাদিঁ,
ফের জেগে ওঠে পথ চলি।


পথ না ফুরোলে যে
জীবন কাটেনা!!