অবরুদ্ধ স্বর্গদ্বার


নিজেই শামুক খোলে,
আকড়ে থাকো পললভূমি
অথচ, শামুক দেখলে তুমি
কত ঘেন্না করতে
বিবর্তনের ধারায় পড়ে
বদল তোমার জেলিফিসে।


মানিয়ে নেয়াই মোদ্দাকথা,
টিকে থাকায় লজ্জা কিসে
মানুষ কি আর যায়রে হওয়া,
মানুষ বেশে জন্ম নিলে?


''আহা আজি এ বসন্তে'
কোনো আনন্দের গান নয়
খুন মাখা তৃণ নিয়ে
ফাগুন যেন সে বার্তা বয়।


তুমি তো নির্বিরোধী নও
মাঝে মধ্যেই গর্জে ওঠে
ছড়াও আগুনের ফুলকী!
যদিও তোমার পাথর বোধ
নির্বাক অনুভূতিহীণ অদম্য ক্রোধ।


একদিন তোমাকে নিয়ন্ত্রণ অসম্ভব বলে
কোনো পূর্নিমায় মরবো


তুমি ছেড়ে গেলে বলে
ধর্মমতে কার পদতলে স্বর্গ আমার, জানিনা।
কার কাধেঁ চড়ে কবরে যাবো তাও জানিনা।


আমার স্বর্গ-মর্ত সব চ্যুত করার অপরাধে
কখনও করবো না ক্ষমা
আমায় তুমি যত দূরে ঠেলো,
মহাকালের ঘূর্নণ প্রকৃয়ায়
আমি ঘুরে ঘুরে ফিরবো
সেই রুদ্ধ স্বর্গদ্বারে।