আলো ছায়া


যখন দেখি শর‌ী‌রের চে‌য়ে
ছায়া বড় হ‌য়েছে
ঠিক তখনই বুঝ‌া যায়,
সূর্য ডোবার সময় হ‌য়ে‌ছে...


চলে যাওয়া মানেই বিচ্ছেদ নয়,
নয় বন্ধনহীনতার বিরহগাঁথা,
অজ়ানা গন্তব্যে সানাই বাজে
অজান্তেই চমকাই নতুন সাজে
মনে পড়ে সেই রুপকথার কথা ।


অতটা গ্রহন ও প্রশংসার
নেই তো প্রয়োজন
চাইনা বর্জনের আর
পঙ্কিল কোন আয়োজন!


আঁধারের নরকে খুজি আলো
চাই সেই উত্তাপ ও উষ্ণতা
যে তীব্রতা জ্বালায় পোড়ায়,
বিরহগাঁথার সেই রূপকথা!