অনাবিল আশ্বাসে


মন হারাতে চায় কিছু কল্পনাতে
কিছু স্বপ্ন দেখায়
অনুরাগে রাঙা ছন্দেরা যে
গহন দ্বারে সুর বাজায়।


মনের আকাশে যে ঝরে বৃষ্টি
কাছে যদি এসো, তবে করো প্রেমের সৃষ্টি
হৃদয়েতে দিও না ঢেউ, চোখের জোয়ারে ভাসো
কল্পনা আর স্বপ্নে না থেকে বাস্তবে এবার এসো


যখন ভাবছি কি দেব তোমার নতুন নাম
মেঘ বলে, আকাশ হোক আমার বাধঁন ছেঁড়া প্রাণ
আপন হারা প্রান তাই আকাশ কে করেছি দান
হৃদয়ের দূ-কূল প্রান্তরে উথলি উঠে যে গান
মেঘের বিদ্যুৎ চমকে আকাশের হৃদয়ে জ্বর
প্রশমিত হয় আমার বাধঁন হারা প্রানেশ্বর


অনাবিল আশ্বাসে একাকী মেঘের ভেসে থাকা
বিকেলের আলোয়,সন্ধ্যায়
এমনকি তারা ভরা রাতে
কখনও ভোরের রাঙা আকাশে
মেঘের অধরের হেসে ওঠা
আর ক্লান্ত ভর দুপুরের উজ্জ্বল আলোয়
মেটে নতুন জনমের তেষ্টা।