অনিশ্চিত যাত্রা


পথের সাথীরা সবাই
নিরাপদ দূরত্বে থাকে,
যেনো উচ্ছিষ্ট কোনো
আবর্জনায় করি বাস!


যে প্রেমে স্বপ্নেরা দেয় আড়ি
তৃতীয় পক্ষ করে বাড়াবাড়ি,
নিষ্ঠুর আবেশ সেথায়
ভাঙ্গে স্বপ্নের বাড়ী।


আশার গগন মেঘে ঢাকা..
কাঁপন তুলে হৃদয় মাঝে,
সুবোধ যদি না পালিয়ে
ফিরতো কোনো সমাধানে,
জীবনে হতো স্বপ্নপূরণ
সুখ দুঃখের আবাসনে।


আমায় অনিশ্চিত যাত্রায়
উচ্ছিষ্ট করে রেখে,
তারা নির্বিঘ্নে গড়ে
শান্তির আবাস;
বিধাতার এ খেলায় যে
নেই কোনো প্রতিদান!


জীবন শুরু কান্না দিয়ে
কান্নাতেই হয় শেষ;
দু'এক পুরুষ বয় শুধু
তার যন্ত্রণারই রেশ!