আত্মসম্মান


নূন্যতম কান্ডজ্ঞান লোপ
না পেলে কি মানুষের
আত্মজা কে অসম্মান করে?

কই, আমি তো সত্যকেও
কাঠগড়ায় উপস্হাপন করিনি;
নিজের অসন্মানের ভয়েই।
কারন, এই আমিই একদা
তোমায় ভালোবেসেছিলাম!
তোমার অসম্মান যে আমারই!


শুধু দূর থেকে দেখেছি তোমার
অর্থে ও প্রতিপত্তি!
একচ্ছত্র অধিকারের রাজত্বে
স্বৈরাচারীত্বে বন্চিত করেছো;
কত বন্ধুর পথের পরিক্রমায়;
প্রতিবন্ধকতায় কেটেছে জীবন!
আইনের আশ্রয় নিলে
স্বপরিবারে অসম্মানিত হতে!


আজও ভাবিনা,
তোমার পরিবার আমার নয়;
সেই তুমি কেমনে পারলে
মিথ্যে পরকীয়ার অপবাদে
সসন্তানে কাঠগড়ায় নিতে!
দিতে পারতে কি কোনো প্রমান?
বিবেক কেমনে দিয়েছিলো সায়?
তখনো জানিনি।


জেনেছিলাম, আরও অনেক পরে;
যখন তুমি নিজেই ঘরের বিছন নিয়ে
অন্যধান রুয়েছিলে!
ঠিক প্রথম জানার দিনের মতই
অসহনীয় যন্ত্রনায় জর্জরিত হয়ে,
ঘুড়ি আকাশে উড়িয়ে;
আজও বেঁচে আছি দূর আকাশেও
তার মিলিয়ে যাওয়া দেখবো বলে..