অতুল প্রভা


চাতুক ডাকুক জলের আশায়
অশ্রু যাচুক মরিচিকায়;
মনের সাথে মন মিলিয়ে,
আলোকচ্ছটায় ঝিলমিলিয়ে,
শুভ দিনে তাই কলকলিয়ে
প্রভাত পাখীর দাবী;


সজীব প্রাণের অতুল প্রভায়
ফুল ফসলের শ্যামল শোভায়,
বৃক্ষ-লতা ফসল ডালায়,
ঢেউ জাগানো নদীর ভেলায়;


কবির প্রাণে চলায় বলায়,
দাও জাগিয়ে মন আঙ্গিনায়,
বর্ষা আসুক কানায় কানায়,
কদম ফুটুক মোর আঙ্গিনায়,
সন্ধ্যার মন্হরে উঠুক জেগে
ফাগুন বেলার ছবি।।