বিবেক


উচ্চবিত্ত সম্পদ ভাঙ্গে,
নিম্নবিত্ত বাাচেঁ দানে
মধ্যবিত্ত খেতে না পেয়ে
শুধু হাত ধোয় সাবান দিয়ে।


আশায় ছিলাম,
করোনা নিস্ঠুরতায়
মানুষের বিবেক হবে জাগ্রত;
কিন্তু বিত্তবান
গার্মেন্টস  মালিকের ভোগোত্ব?
আবারও প্রমান পাই
ফাউস্টের ক্রীতদাস তত্ব।


রেমিটেন্সের বাহক বা
ডেসপারেট হুজুরের আহবান,
অথবা গার্মেন্টস যোদ্ধার
জীবিকার হকের ব্যবধান;
কতটা দায়ী করে প্রশ্ন করলে
হয় তার সমাধান!


সরকারের দেয়া প্রনোদনা
তবে গিলছে কোন রাক্ষস?
কতটা মৃত্যভয় এড়িয়ে জাতিকে
ঠেলে দেয়ার পায় সাহস?


এ যুদ্ধ কি বাচাঁর নাকি
মরার তরে আহবান?
জানিনা কতটা ব্যথা
বুকে চাপলে বাজে
ধৈর্যের কলতান!!