সুখের গন্তব্যের খোঁজে তোমার হাত ধরে
সংসারের পথে সাময়িক হেঁটেছি
নাতিদীর্ঘ সময়ের আলমারীতে রাখা
সে একান্ত সুখের চাবিও হারিয়েছি..
সে হাটাঁ ছিলো নিরন্তর,বড় ভরসার হাঁটার গন্তব্য
সহসা পাল্টানো নৈবদ্যে অন্ধকার ছিলো সম্ভাব্য।


যেমন পথ জানেনা তার নিজের শেষ;
তেমন আমিও জানতাম না সে গন্তব্য বিশেষ!
এখন শুধু জানি কখনও মেঘ সূর্যের আড়ালে হাসে;
কখনও মেঘ সূর্যকে হারিয়ে আকাশ কে ভালোবাসে।
প্রকৃতির অনবদ্য শোভায় পুন্জিত মেঘের
শরৎশেষের শুভ্র ফেনা রাশি;
অথবা বসন্তে নববর্ষের আহবানের তরে
রঙ্গীন ফুলের অঞ্জলির হাসি।


সয়ে গেছে যুগ যুগান্তর সহস্রাব্দ শতাব্দী;
জীবন তো শুধু নয় জন্ম থেকে মৃত্যু অবধি।
গন্তব্যে না পৌঁছার এ ইতিহাসের প্রভাব
বহমান প্রজন্ম থেকে প্রজন্মে;
বিঘ্ন পথে পরান ঢেলে তাই
একাই প্রায়শ্চিত্ত করি আপন মনে।।