এই শহরে আজ উন্নয়ন বিপন্ন
যে বৃষ্টি কথা দিয়েছিল উন্নয়নের জোয়ারে ভাসবে
সে আজ মেঘের মাঝে লজ্জায় অবনত।


হটাৎ আগুন প্রজ্জ্বলণের কথা ছিল না, তবুও
জ্বালিয়ে দিলো অব্যবস্হার মাশুল রুপে শত প্রাণ
সবচেয়ে অপরাধ বোধে ভুগছে,বেওয়ারিশ কুকুরগুলো
তাদের দোষারোপের চিৎকারে আজ রাতের স্তব্ধতা বিঘ্নিত
আর এ শহরের মানুষগুলো ব্যস্ত
পুরোনো খবর ভুলে নতুনের আপডেটে
উন্নয়নের জোয়ারে আজ স্পর্শ করে না মানবতা!


কেউ কেউ বাহাবা দেয় ভালবাসার উৎকৃষ্ট উদাহরণে
'গর্ভবতী স্ত্রীর সহমরনে স্বামী'
পিতামাতা,দেশ,জীবনের চেয়ে তার সন্তানই দামী
এ কেমন অন্ধ বিবেচনা, রাষ্ট্রঈয় মদ্দতে,
আত্মহনণে বাহবা!
ঝড় উঠেছে বলে থামেনি দেশ-কাল
ঝড়ে ছিড়েছে পাল, ভাঙ্গেনি তো হাল।


নেমেছে মানুষ রাজপথে, জেগেছে বিপ্লবের সাধ
নিশ্চয়ই করবে জয়, ভাঙ্গবে সকল বাধ।
একুশের যে চেতনা, তা আজও প্রজ্জ্বলিত
তাইতো জন্ম-জন্মান্তরের রক্তের ঋন ভুলিনা
তবুও কেন উন্নয়নের জোয়ারে ভাটা পরে এ শহর?