বিশ্বাসই যেখানে পাপ


বিশ্বস্ততার দিগন্ত ছোয়া অন্ধত্বে
আমায় যে করলে তচনচ!
সম্মুখ অন্যায় স্বীকারে
তোমার অসংখ্য সংকোচ!


কখন পাবো সে সব বিচার
বিধাতাও কি সইছে অনাচার?
অপেক্ষার তরে কাটে
বিনিদ্র রাত দিন সংকটে!


নিজে যে অন্যায় করেছো
তা বুঝলেই আর অপেক্ষা
করতাম না তোমার বিচারের।
বুঝবে তো, মৃত্যুর পরে নয়,
আগেই যেন হয় তোমার হেদায়েত
বিধাতার কাছে আমার সমস্ত
বঞ্চনার বদলে এ আরজ।


আজ দেড় যুগ পরেও ভাবি
কি দোষে শাস্তি দিলে অন্তর্যামী?
সবই কি ছিলো আমার ভুল?
কতকাল আর রইবো ব্যাকুল!


আমি যে সয়েছি নিঃসহায়ে হানা
কপট শিক্ষিত পৌরুষ ছকের কাহানা!
আপোষেই বয়েছি তোমার কতই না অবহেলা;
কেমন৷ খেললে এ বাক্সবন্দী সাপ লুডুর খেলা।


ভাগ্যে জুটেছে দিন-রাতের তাড়ায়  
মইয়ের বদলে গোপন হিংসার সাপ;
কাটাঁ দিয়ে কাটাঁ তোলার কৌশলটা
না জানাই ছিলো যে আজন্ম পাপ।