বৈধ ঘৃনা


ইসলামের ঘৃনিত এক
বৈধ কাজ হচ্ছে তালাক।
জানো তুমি আর কোনো
ঘৃনিত বৈধতার ফারাক?


ধর্ম নিয়ে বেশী প্রশ্ন যে বারণ
যে যায় লঙ্কায় সেই হয় রাবন।


জীণপরী বসলে নাকি
আউলায় সন্নাস বটবৃক্ষ?
শকুন্তলার নাচের মুগ্ধতায়
ভাঙ্গে মুনীঋষির ধ্যানযজ্ঞ!


এমন বটবৃক্ষ কি নেই
যেখানে বসে না কোনো
পরী বা ভ্রমর-মৌমাছি!
স্বার্থোদ্ধার ছাড়া থাকে
শুধু ভালোবাসা রাশি রাশি?


মেঘের ভেতর কেউ কি খোজেঁ
কোনো চাতক পাখীর চক্কর,
সেখানেও দেখি পাত্থর থাকে,
তাকে দেয়ার মতন টক্কর!


যেথা থাকে বিশ্বাসের আশ্বাস
আর নির্মল আপোষ সংসার!
বৃক্ষের পরিচয় যেমন ফলে
তেমনি রাখো সন্তান আগলে।


কেনোই বা দায়িত্ব
একের উপর বর্তায়!
স্হান-কাল-পাত্র ভেদে,
মেলে কি চিরন্তন সুখ,
সেই স্বকীয় সত্তায়?


একক সিদ্ধান্তে হয় না
কোনো ছেড়ে যাওয়া;
হোক না তা কোনো
বৈধ ঘৃনায় ছাওয়া!