বৃষ্টির কান্না


এমন দিনে তারে
যায় না বলা
যদিও অঝোরে
ঝড়িছে মেঘ নির্জলা!


শরতের অমোঘ
ঘনোঘোর বারিষে
উথাল পাথাল মন
চঞ্চল হরিষে।।


অদৃশ্য কাঁটা বিধঁছে কেনো
মেঘের উদাসী রথে,
কবিতা ঠিক আসেনা
এ থমকে থাকা মনোরথে!


তবু করে মন
আকুলি বিকুলি
বজ্রপাতের হানাহানি শুনি,
কি করি আর কি যে না করি!


অদ্ভুতুরে সুনীল গগনের,
বৃস্টিস্নাত অঝোর ধারায়..
সময় ভেসে যায়..
আকুল পরান হারায়!!


এমন দিনে তারে
যায় না বলা..
বৃষ্টির কান্নায় আকাশ যে
আজ সরব অবলা!!