কেউ শোনেনি কেউ দেখেনি ইতিহাসের তরে
ঈদের চাঁদ উঠেছে রাত ১১টার পরে!
কেউ কেউ জানলো সেহেরীর পরে
কেউ জানলো রোজা রেখে ঈদের ভোরে
করেছো কেউ ঊনত্রিশ রোজা ত্রিশ তারাবী
শাওয়াল চাঁদের লুকোচুরির মস্করা আর কি!


তাড়াহুড়ায় কেউ বা করে স্পেশাল রান্না,
কেউ বা বলে আলহামদুলিল্লাহ রোজা আর না!
কেউ বা করে গোসলের পর নামাজে ছুটাছুটি
গুরুম গুরুম বৃষ্টির প্রহরে ঈদানন্দ হয় খাঁটি।
মাথায় রঙ্গীন টুপি জামা জুতা নতুন
শিশু বৃদ্ধ ছাতা মাথায় যেন নব সম্মিলন!


ঈদের অধিকাংশ জামাত পানিতে টইটুম্বুর
জাতীয় মসজিদ বা শোলাকিয়া যেন ডুবে পুকুর!
ডুবে মসজিদ রাস্তা একাকার অলি গলি
নামাজ শেষে তবুও চলে ঈদের কোলাকুলি!
রাজধানীর ধানমন্ডি বনানী গুলশানে হাটুঁ পানি
রিক্সা গাড়ী যাই চড়ো যেন নৌকা ডুবিডুবি!


তবুও খুশীর ঈদে জ্বালালো হৃদে
প্রেম সমতার আলো,
ঈদের বার্তা বয়ে আনলো
বাসতে সবারে ভালো
ঈদানন্দে শিশুরা খুশীতে মাতোয়ারা
নতুনত্বের এক ঈদ ঘরে ঘরে সারা।