ভুলের বৃত্তে বন্দী চিত্তে,
নিত্য চলে অগ্নিদহন।
শ্রমের ফসল নিয়ে পালায়
পর কখনও হয়না আপন।


অন্তহীন ভালোবাসার আড়ালে
বিষাক্ত মিথ্যাচারিতায়;
আটকে থাকা দূর্ভাগ্য আর
নিয়তির আরোপিত সভ্যতায়,
প্রতিটি আঘাতের ফিরে প্রতিঘাত
আর বাদের ফিরে প্রতিবাদ।


যখন জ্যোতির্ময় হয় ধূসর
বিষাক্ত কুটিল উচ্চারণে;
ভার হয় গুরু গম্ভীর
হীণ ও তুচ্ছ কারনে,
মেঘহীন জলভারে ক্লেদাক্ত
তোমার সমস্ত আয়োজন,
তুমি রচে যাও সাম্রাজ্যবাদ
স্বকীয় জটিল আভরন!


খন্ড কাঁচের আঘাতে যে
জীবন তচনচ আজ,
হীরা মানিক খুজঁতে গিয়ে
পেয়েছিলাম কাঁচ।
চকচক করলেই সোনা হয় না
করে ক'জন আঁচ?
চিত্তের অস্তিত্বে বন্দীত্ব দেখে
হাসে মহা রাজাধীরাজ!