দাবী


সাঁতার জানা মুর্খের গল্পটা
মনে আছে আশা করি,
আর পন্ডিতের সেই,
নৌকাডুবির আহাজারি?


বাবু যে উপেনকেই,
সম্পত্তির চোর বানিয়েছিলো?
এ জগতে সেই চায়,
যে বেশী পায়,
মহারাজ সাধু হয়!!


গরীবের চাহিদা নাকি কম?
আমার তা মনে হয় না।
গরীব, বন্চিত হলেও,
চাহিদা কমিয়ে আনলেও,
প্রাপ্য দাবী তো থাকেই।


কষ্ট দিয়ে ঢেকে রাখা
সামাজিক সে বন্চনা,
যা আমৃত্য বহমান।
হয়তো, মৃত্যুর পরও
কলিকালে ধাবমান!


পরকালে বিধাতা
যতই দিক না কেন,
এ কালের দাবী সেই
গাছের তরে প্রেম!


টুপ করে ঝরে পড়া
আমের ভালোবাসা ভোর..
তবু সেই দুই বিঘা জমির
একান্ত দাবী কিন্ত মোর!