দুঃসহ কণ্টক


নির্ভয় স্বাধীন নীলাকাশ তলে  
হাজারো নদীর অববাহিকায়,
ইতিহাস নয়,মাত্র একান্নের।


হাজার বছরের পথ হেঁটে বুঝেছি,
যদি ভৌত অবকাঠামো গাড়ি হয়,
দক্ষ মানব সম্পদ হয় তার চালক ।


বাউলের একতারাতে বা পদ্মা-মেঘনায়
দুঃসহ বেদনার কণ্টকে
শোষণের নাগপাশের ইতিহাসে জমে  
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পট।
সগর্বে কমে টিন এজার আর বাড়ে ত্রিশোর্ধ ,  
দক্ষ বলতে দেশে জমে বৃদ্ধের ব্যাসার্ধ ।


রেমিটেন্সের অহংকার আর মেগা ঋণের বোঝা  
দেশের তরুণ প্রজন্ম প্রবাসে দেয় শ্রম,  
দেয় জীবন যৌবন বিসর্জন ।।