এ কোন বিশ্বযুদ্ধ


ভাবো, যদি আমি হই সংক্রমিত,
তবে আপনজন হবে অসুস্হ,
হয়তো আমিই হব
অপরের মৃত্যুর কারণ।
কী বিভৎস এ পরিণতির অনল!
কবর দিতেও কেউ রবে না অটল।


এখনো তুমি ভাবছো,
এ কোন বিশ্বযুদ্ধ?
যুদ্ধ নেই,
তবুও বাচাঁর জন্য  যুদ্ধ।
লাশের গন্ধ যেন ছাড়ছে না বিশ্ব!
কী ভয়াবহ! কী আশ্চর্য !


জঙ্গি বিমানের বদলে
উড়ে বোমারু শকুন,  
ঝিম ধরা নিউক্লিয়ার বোমাগুলোয়
যেন সব ধরেছে ঘুণ।।