একুশ


প্রেমে পড়েছিলাম সে একুশে,
হারালো সে দূর আকাশে ভেসে।


নানান অনিশ্চয়তায় প্রান ও মন,
নির্ভরতা খুঁজে আবারও একুশে।


যদিও এ দু একুশের
ফারাক আজ চব্বিশ;
তবুও দুদন্ড শান্তির
অন্বেষণ যাচি অহর্নিশ।


বাচঁবো হয়তো আরও একুশ,
আর হারাবো না কোনো হুশ;
প্রজন্মকে দেখাবো নতুন পথ;
যেথায় মিলবে স্বাধীন মনোরথ।


শুধু চাই পাশে সেই ঘুড়ি
যে হারানো নাটাই আমি
খুঁজি জগৎ জুড়ি।


নবকুমার হবে কি মোর
বাকী পথের দিশা,
কপালকুন্ডলার প্রশ্নে তাই
একুশ কালের আশা।।