হারানো বিশ্বাস


মলিন পুরোনো কাশের শুভ্রতা
আবারও এ শরতে,
শিশিরভেজা শিউলীতলায়
ফুল কুড়াই আঁচলেতে।


প্রেম মন্হনে মনের ময়ূর
নাচে পেখম মেলে;
স্নায়ূর ঝড়ে বন্ধ কপাট
নাচে মনের অতলে!


পাথর জানে..
কপাট বন্ধ মনের অতলে
কেমনে বয় নিঃশ্বাস।
ক্ষুধা নিদ্রা দুঃস্বপ্নে
পায় না কোনো আশ্বাস!
তাই খুঁজে হেমন্তাকাশে
হারানো সেই বিশ্বাস!