এবারের বইমেলায় লিখা ছিলো, ৫২ ৭১ ১৯
ষোড়শী পুত্র অঙ্ক কষেছিলো,৭১-৫২তে হয় ১৯
আমি ভেবে দেখলাম, যাহা ঊনিশ, তাহাই বিশ
নিঃশ্বেষ করা প্রয়োজন, মানুষের মনের সব বিষ।


দেশকে ভালোবাসি, প্রজন্মকে ভালোবাসি
ভালোবাসি পথ-ঘাট-আকাশ-নদী-পাহাড়-মেঘ
স্বপ্ন দেখি এ বদ্বীপে বাস করবে মানুষ
অযথা ক্রসফায়ারে যাবে না কারো প্রাণ
প্রয়োজন সড়ক সংস্কার, ছাত্র আন্দোলনের ফল
বদ্বীপের উজানে কালো বুড়িগঙ্গা কালো চিমনি..
হে জননী দেশ মাতা, স্বাধীন দেশে প্রার্থনা এমনি
মোরা উন্নয়ন ধারায় সংস্কৃতিপ্রবণ,ধার্মিকও বটে
করি মানুষ রূপে এ ধরায় পূনঃজন্মের দাবী তবে!


স্বপ্নহীণ মানুষ যেন এক ডানাহীণ পাখী
স্বাধীন বেশে,সোনার দেশে এ দুঃখ কোথায় রাখি
নিঃশ্বেষ করা প্রয়োজন মানুষের মনের বিষ
তাই ভাবি, যাহা ৫২ ৭১ বা ১৯ তাহাই আজ ২০


26th March'2019