কৌশলের মূলোর ঝুটি ঝুলালে নাকে,
বোকা গাধা চলে মূলোর গন্ধে;
পন্ডিত আর মাঝির সে জীবনের গল্প,
ষোলো আনা বৃথা সেটা মনে আছে অল্প!
হৃদয় নদীর ঝড়ের ঢেউ, তোমরা দেখেছো কেউ?


ডুবন্ত তরীর পন্ডিত বা গাধার বোকামীর আবেশ
গভীর আরাধনার ধোঁকা আর ফলাফল নিশ্বেষ!


মনের আকাশে মেঘ জমা হলে শেষ
হৃদয় ঝড়ের আকস্মিকতায় যে রেশ;
দেখেছো কি ফাগুনের কৃষ্ণচূড়ার আগুনে
বাউল বাতাসের অবাধ সে সমাবেশ!


ফেরারী মনের চঞ্চল পাখীরা উড়ে যায় অজানায়
মেঘলা আকাশে বৃষ্টিরা জমাট বাধেঁ শ্রাবণ সন্ধ্যায়
মনে পড়বে একদিন মনের খাতায় লিখা এ গান
তখন রইবে না পাখীদের গানের যৌবণ অম্লান।