জীবনানন্দের তৃষ্ণা


নদীর মাঝি যখন বলে
এসো নবীন !
চুকিয়ে দেব সব নির্ভীক
মুক্তির ঋণ।


সুদূরে সোনালী দিনের
আহবানের প্রভায় ,
মলিন নারীর আঁচল
উড়ে উজ্জ্বলতার আভায় ।


যখন জাগে বন্দরে ঐকতান
সাগরের মাতাল ঘ্রাণে
জোয়ার আসে ব্যথিত প্রাণে;


ঠিক তখনই …
একাকীত্বের সংযম থেকে বেরিয়ে
পরিযায়ী বলাকার পালে হারিয়ে,
বিশাল জনারণ্যে হব একাকার।
দুদন্ড শান্তিতে ভাসমান
সেই বনলতার জোয়ারে...
জীবনানন্দের তৃষ্ণা হব ।।