একবার যদি উঠে দাড়াতে পারো,
তাহলে, তুমিই জয়ী!


জানো তো?
আইন আদালতে আছে,
মৃত্যুকালীন জবানবন্দীর মূল্য;
কিন্তু এ সমাজে নেই।


বিপদ যখন হঠাৎ আসে,
মনে হয় এই বুঝি সব শেষ হলো!
সময়টা পার হলে
ঘটে আতঙ্কের মুক্তি,
কিন্তু ভেবেছো কি
কোথায় এ মুক্তির যুক্তি?


সময়ই হলো প্রধান সে বাহক ঢেউ,
কারণ জীবনে অপরিহার্য না কেউ!


একবার যদি উঠে দাঁড়াতে পারো
তাহলে, তুমিই জয়ী!


মনে রেখো,
দাড়াতে যদি কেউ থাকে পাশে,
সে তোমার প্রকৃত বন্ধু।
আর যে দূর থেকে কটাক্ষ করে,
সে হলো প্রকৃত শত্রু।।