বিন্দু থেকে সিন্ধু ভেবেছি
পেছনে ফেলে সকল অপ্রাপ্তি
নির্দিধায় এগিয়ে চলার আর
স্বাধীনতার নেই কোনো বিকল্প,
প্রয়োজন শুধু স্বচ্ছলতার নবোদ্যম
আর জীবন চলার দৃঢ় সংকল্প।


খুঁজে ফিরি সেই প্রেম প্রীতি
যেখানে থাকবে অফুরন্ত জীবনীশক্তি
যৌবনের ফুরালেও লেনদেন
বার্ধক্য জরায় রবে মনে প্রেম।
পবিত্র বন্ধনের মায়াবী ছায়ায়
হারাবো নতুন স্বপ্নের আলিঙ্গনে
যে রবে নীরবে হৃদয় সিংহাসনে।


একটাই জীবন, আয়ূ যার মূলধন,
অনাবিল আশ্বাসের আকাশে ভাসুক প্রাণ;
মরনের হাতছানিতেও পাবো জীবনের স্বাদ,
তব জলধর সমৃদ্ধ পূজোয় ভালোবাসার প্রসাদ।।