জয়ীতা


পদব্রজে নয়,
মনোব্রজে পৃথিবী ঘুরলাম।


ঘুরে ঘুরে যা বুঝলাম,
মানুষ আলোকিত হয়,
তার মনের আলোয়।


ম্ল্যান বেতফল চোখে
সুদূরে তাকিয়ে যখন,
তোমাকে খুঁজে পাইনা,


যখন বিরহে
তপ্ত বালুতে একাকী
হেঁটে হেঁটে পা জ্বলে;


সে জ্বালা যদিও
মনো জ্বালা থেকে কম;
তবুও মানিয়ে নিয়েছি
জীবন যেখানে যেমন!


তুমি কৌশলে জিতে
যদি সুখী হও,
সেখানে হেরে গিয়েও
জয়ী আমিই হই।