গোধূলীর মেঘ সীমানায় তেতাল্লিশের শ্রাবণে
হৃদয়ের অলিন্দ নিলয়ের সুবাসিত নীপবনে
মনে পড়ে বাল্যবন্ধুর জন্মদিনের কথা
বাদলের ঝুমুর তালে তা থৈ শিহরণ যেথা।।


মন যেতে চায় শৈশব কৈশরের সাজে
হাসিখুশী খেলাপড়ায় সেথা ডমরু বাজে;
অদ্য জীবন খুঁজি কর্মফলের টানে
সময় বহে ভবিষ্যত মহাকালের পানে,


পৃথিবী পরিক্রমায় আহ্নিক গতিতে,
একবন্ধু জাগ্রত আর অন্যবন্ধু যায় নিদ্রা
তবুও প্রতিবছর জন্মদিন রয় মনে গাঁথা!
স্যাটেলাইট ও নানান সফটওয়্যার প্রবর্তনে
হয় যোগাযোগ আবারও হৃদয় অন্তহীনে
দু'কুড়ি বছর পরের সুদিনে সম্মুখ দর্শনে!


একদা কৈশরের অতলান্ত সময়ের বুকে
দেখেছিনু ভবিষ্য তরঙ্গের অব্যক্ত অনুভবে;
অদ্য অপরাহ্নে জেগেছি আবারও একসাথে
শিল্পীর তুলিতে আঁকা তেতাল্লিশের শ্রাবণে!


ভালোবাসি বাল্যবন্ধু দর্শনে পরম প্রসাদ
নেব আমরা একে অপরের আশীর্বাদ।
লাল টুকটুকে বেহেশতি আঙ্গুরের পরশ
নিপাতনে ভাসে সপ্তসুর-পঞ্চসুরে সরস!


ফারহানা নাসরিন নিপা
১ শ্রাবণ' ১৪২৬