প্রদ্বীপতলে শোষণ আর বঞ্চনার অন্ধকার;
প্রকৃতির রুদ্রতা যেন কোনো অন্যায়ের সুবিচার।
বৈশাখী ক্ষেপনাস্ত্র যেন ফনা তুলে দূর্যোগের বজ্রপাত;
ওজনস্তরে বাস্পীয় মেঘের জমানো স্বশব্দ আঘাত।


আবহাওয়া বিজ্ঞানীরা বলেন
গ্লোবাল পৃথিবীর ভারসাম্যতায় এর সমাধান;
আর পূর্বাভাসে ব্যবস্হা নেয়াই হলো শুধু জীবনমৃত্যুর ব্যবধান।
প্রকৃতির ধংসাত্বক রুপের কাছে জিম্মি আজও মানুষ;
উন্নয়নের জোয়ারে ভাসে সিডর ফনী আইলার ফানুস।।