নিপাতের আর্জি


আকাশের তারা খসছে নীরবে
লক্ষ কোটি ফানুসের আলোক মাঝে,
শহরে শহরে আলোর রোশনাই ...
মহামারি বা অতিমারী যাই বলি আজি
নববর্ষে নিপাত যাক, সেই আর্জি।


সুখে দুখে এ জগতে না পেয়ে তোমায়
ধরে হাল তুলে পাল মাঝ দরিয়ায়,
সাক্ষী যত তরুলতা নদী সমুদ্র হিমাচল
রেখেছি তবু নিভূ নিভূ এ জীবন সচল।