সর্বসাধন হয় সিদ্ধ তার
ভবে মানুষ গুরু নিষ্ঠ তার
জাত গেলো জাত গেলো বলে..
জাত সমাজ কেন ক্ষোভে জ্বলে?


জীবন যার সেই বুঝে সে যন্ত্রণা..
কি যায় আসে পড়শীর মন্ত্রণায়!
যদি সৎ ও শক্তভাবে দাড়াও ভবে,
কুমন্ত্রণাকারীরা অবশ্যই থেমে যাবে।


সময় একদা শেষ হয় মৃত্যুর তরে;
যা করতে চাও করো সুপরিসরে।
মানুষ হবার গুরুমন্ত্র নাও ভবের বুকে,
ফিনিক্সপাখীর ডানায় তাড়াও নিন্দুকে।