নিরব যন্ত্রণা


বয়স তো পার হলাম
অর্ধাংশেরও বেশী
এখনও কান্না সয়ে বই
নিরব মুখের হাসি...


এখনও বুঝিনা,
কোনটা ভুল বা সঠিক!
ভুলের ভূবনে আমি ক্লান্ত
এক পথ হারা পথিক।


জানিনা আর কতকাল
ভুলের বোঝা বইবো
আর কত ভুল করলে
মানুষকে বিশ্বাস বাদ দেবো!


বিশ্বাস বোধ না থাকলে মানুষ,
কেমন করে মানুষ রয়?
কেমন করেই বা অন্যের সাথে
বন্ধুত্ব স্হায়ী হয়!


আমি জানতে চাই।
কেন মানুষ আমার
সরলতা আর বিশ্বস্ততায়
খেলা করে, ধোকা দেয়!


তবে কি এ অধম আমি
মৃত্যু পর্যন্ত শুধু
দুঃখের ভেলায় ভেসে ভেসে
মনুষ্য বিশ্বাসে জ্বলবো?