অনর্থের দায়


আজ জানলাম,
যে কজনকে
তুমি ভালোবেসেছিলে;
ত্যাগ করে বহুদূরে
পালিয়ে যাবার আগে,
প্রত্যেক কেই বলেছো,
তার প্রতি আর
ভালোবাসা বোধ করছো না।


বাহ্!
কি দারুণ তোমার নিজস্বতা!
ভূবনে এমন ক'জন
পাওয়া যায় যথা তথা।


ভাবা যায়? এটাই সেই তুমি!
সেই নির্লোভ, মাযাময়
মানবতার ধারক!
ভেবেই পাইনা কোনো মিল
একই মানুষের চেতনায়
কতই না অমিল!


নিত্য নতুন যারা ভালোবাসে
দায়হীন লোভের বশে,
সন্তোষ্টি পায় না
এ দ্ব্যার্থহীন ভবে।


তোমায় বলে মানুষ,
অর্থই তোমার অনর্থের মূল।
যারা ভালোবেসেছে
তারা করেছে যে ভুল।


কখনও কি ভেবেছো,
ভালোবাসার দায়বোধ কেমন?
স্বার্থপরতার ভারে,
প্রজন্মের দায় কেমনে এড়াও?


সব দায় যাযনা
চাপা অর্থের আড়ালে।
একদিন ঠিকই বুঝবে
প্রকৃতার্থে যারা ভালোবাসে,
তারা নিজেকে বেঁচে না।


কিন্তু,ততদিনে শুধরানোর
কোনো সময় থাকবে না।।