মেঘের কোল বেয়ে নেমে আসা
বৃষ্টির প্রথম প্রহর কেটেছে অপেক্ষায়
ভরা বর্ষায় কদম কেতকী কামিনীর আভায়
শরতের সূর্যালোকিত কড়া দুপুরে কাশফুল পারায়
শীতের সকালে কুয়াশা ভেজা শিউলীমালা গাথাঁয়
খেজুরকাটাঁ ক্ষতবিক্ষত সে রসের কলসী আনায়


পল্লবহীন শিমূল গাছ ফুলে ভরে যায়
রাত জাগা চোখের কালো কাজলের ক্লান্তিতে
নব বসন্তের প্রভাতে
ঐ দূর দূরান্তে, নীল নীলান্তে
আজও মন হারায় অবেলায়!